সোমালিয়া :
কোনো সরকার নেই। রাষ্ট্র ব্যবস্থা নেই। রাস্তা নেই। দুর্ভিক্ষ। গৃহযুদ্ধ। ভেঙ্গে চুরে চুরমার। এটা মিডিয়ার খবরের ছবি।
আর মুসলিমদের অবস্থার ছবি জানতে সমাজের ভেতরে গিয়ে যে মুসলিমরা দেখে এসেছে তাদের কথা শুনতে হয়।
এই শায়েখ বলছেন তাদের কথা :
দেশটা পুরো হাফেজদের। আলজেরিয়াকে যদি বলেন লক্ষ শহিদের দেশ, তবে সোমালিয়া লক্ষ হাফেজের দেশ। সবাই হাফেজ। বাচ্চারা উঠে হাফেজি করে কিছুক্ষন, কিছুক্ষন খেলে, আবার হাফেজি পড়ে, আবার খেলে এভাবে সারা দিন। রাতে ঘুমিয়ে আবার পর দিন।
মসজিদে গিয়ে দেখি বড়রা গোল হয়ে বসে হাফেজি রিভিউ করছে। একজন এক আয়াত, পরেরজন পরের আয়াত এভাবে চক্কর দিয়ে জুম্মার নামাজের আগে পুরো কোরআন খতম করে দেয়। প্রতি শুক্রুবার।
//
আর ভিডিও যেটা দেখেছেন? এরা জুম্মার জন্য অপেক্ষা করছে না। দেখেন সবাই কোরআন পড়ছে।
দুনিয়া নেই। আল্লাহ তায়ালা তাদের আখিরাত দিয়েছেন। আমাদের যেন তাদের সংগি করেন।
- Comments:
- আপনার মতামতের জন্য ধন্যবাদ।
- Corrected.