Post# 1605692726

18-Nov-2020 3:45 pm


মসজিদ খোলা আছে, উন্মুক্ত আকাশে আযান হচ্ছে, আমরা নামাজের জন্য যেতে পারছি -- অনেক বড় নিয়ামত।

সমাজে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে নির্ভয়ে চলতে পারছি -- অনেক বড় নিয়ামত।

কোরআন হাদিসের চর্চা হচ্ছে। আলেম বেরুচ্ছেন। দ্বিনের বই প্রকাশিত হচ্ছে। আমরা কিনতে পারছি শুনতে পারছি জানতে পারছি -- অনেক বড় নিয়ামত।

প্রশাসন আমাকে বন্ধি করে ঘাড় ধরে জোর করে হারাম বা কুফরে বাধ্য করছে না -- অনেক বড় নিয়ামত।

আরো অনেক কিছু পেতে পারতাম, অনেক কিছু ভালো হতে পারতো কিন্তু হয় নি। সেগুলো আমাদের মাঝে নেই।

কিন্তু যা নেই সেগুলো পাওয়াকে যদি নিজের জীবনের সবচেয়ে বড় উদ্যেশ্য করি, তবে যা আছে সেগুলো গুরুত্বহীন হয়ে যাবে।

যেমন, জামাত বন্ধ হয়ে গেলে আফসোস করবো হায়।

তাই যে নিয়ামত এখন আছে তার কদর করি।

আল্লাহ তায়ালা চেয়েছেন খুব কম। সেটুকু বুঝি তার উপর আমল করি।

18-Nov-2020 3:45 pm

Published
18-Nov-2020