Post# 1605660235

18-Nov-2020 6:43 am


#Hijri

এবছরের হিজরি মাস আরম্ভের তারিখগুলো। বাংলাদেশের জন্য প্রযোজ্য।

মুহাররম ২১-অগাস্ট
সফর ১৯-সেপ্টেম্বর
রবিউল আউয়াল ১৯-অক্টোবর
রবিউস সানি ১৭-নভেম্বর
জামাদিউল আউয়াল ১৭-ডিসেম্বর
জামাদিউস সানি ১৫-জানুয়ারি
রজব ১৪-ফেব্রুয়ারি
শাবান ১৫-মার্চ
রমজান ১৪-এপ্রিল
শাওয়াল ১৪-মে
জ্বিলকদ ১২-জুন
জ্বিলহজ্জ ১২-জুলাই

//
এটা এপ্রক্সিমেটলি মুখস্ত রাখার সহজ নিয়ম হলো ২১শে অগাষ্ট মুহাররমের ১ তারিখ জেনে এর পরের প্রতি হিজরি মাস হবে "ইংরেজি পরবর্তি মাসে কিন্তু তারিখের দিক থেকে ইংরেজিতে ১ দিন আগে" -- এটা মনে রাখা।

    Comments:
  • আমার পেইজে ২ তারিখ দেখাচ্ছে।
  • - উপরে স্ক্রিন শট ২ তারিখ।

  • ৩ তারিখ দেখাচ্ছে না। এটা বুঝার কথা। যেহেতু প্রথমেই এক বার বলেছি।
  • - স্পষ্টতঃই ২ তারিখ এই মাত্র স্ক্রিন শট নিলাম আমার মোবাইল থেকে। উপরের ছবি।

  • উপরে আমি যে কমেন্টগুলো লিখেছি এই থ্রেডে সেগুলো আবার পড়ে এসে বলেন সেটা নিয়ে আমি কিছু বলেছিলাম কিনা প্রথমেই।
  • দেখেন এই কমেন্টটা প্রথমেই। একটু উপর এই থ্রেডে আছে। এই প্রসংগেই বলেছিলাম। কেন বাংলায় আর ইংরেজিতে ভিন্ন।

    - এজন্য কমেন্টের জবাবে এনগেইজড হই না। পুরো ১ ঘন্টা সময় নষ্ট ফর নাথিং। অন্য কাজে প্রডাকটিভ কিছু করতে পারতাম।

    আর এই ১ ঘন্টা ১ জনের পেছনে। এমন কত হাজার হাজার আইডি আছে কত প্রশ্ন নিয়ে যেগুলো বললেও তারা বুঝবে না। বুঝাতে গেলেও ঘন্টা লাগবে সাধারন একটা জিনিস বুঝাতে।

18-Nov-2020 6:43 am

Published
18-Nov-2020