Post# 1605579169

17-Nov-2020 8:12 am


১২ রবিউল আউয়াল উপলক্ষে রাজারবাগ পাক দরবার শরিফ কোনো এক বছর প্রথমে সারা দিনের অনুষ্ঠান ঘোষনা দেয়।

এর পরের বছর ৩ দিন ব্যপি।
এর পরের বছর বাড়িয়ে ৮ দিন ব্যপি।
এর পর মাস ব্যপি।
এর পর সারা বছর ব্যপি।
এর পর "অনন্তকাল" ব্যপি।

//
"সারা বছর যে রোজা রাখলো সে যেন কোনো রোজাই রাখলো না" একটা হাদিসের কথা।

রাজারবাগিরাও বুঝলো যে সারা বছর অনুষ্ঠান করলে রবিউল আউয়ালের আর গুরুত্ব দেখানো যায় না।

এ বছর পোষ্টার -- অনুষ্ঠান কমিয়ে আবার দুই মাস ব্যপি করা হয়েছে।

//
৭১ টিভি বর্জনের অনেক ডাক। সংগে সময় টিভি। সমস্যা সেই। সকল টিভি বর্জন করলে ৭১ টিভি বর্জনের আর বিশেষ কোনো গুরুত্ব থাকে না।

সেকারনে এখন ঠান্ডা হবার পরে বর্জন ডাক দেয়া কেউ কেউ আবার ৭১ টিভির সাক্ষাৎকারে।

//
ঠিক তেমনি সাকিব টাইপের ধরেন। যে "সকল ধর্ম ঠিক" বলে, সে আসলে কোনোটাতেই বিশ্বাস করে না।

//
ফ্রান্সের পন্য বর্জনের জন্য কোনো এক্সপায়ার ডেইট ছিলো না। অনন্তকাল ব্যপি বর্জন?

কিছু দিন পরে তাই বর্জন ঠান্ডা। লা মেরিডিয়ানে ১ ডলারে আইসক্রিম খাবার জন্য বর্জনকারিদের লাইন।

//
তবে সমাধান কি? মতিউর রহমান মাদানি সাহেবের কথাই হয়তো ঠিক। সব বিদেশি পন্যই বর্জন করো।

কিন্তু সব বিদেশি পন্য বর্জন করলে আর ফ্রান্সের পন্য বর্জনের বিশেষ গুরুত্ব থাকে না।

//
ইমোশন - একশন - হিউমেন - রিয়ালিটি।

তাই নিজে করি এই সব মুভমেন্টের যা করার। আরেকজনকে বলি সে করলে করলো। না করলে তাকে আক্রমন না করি। তাকে খারাপ মনে না করি।

আমি নিজেও ঠিক মতো করি না যেহেতু। এখন কিছু করলেও কিছু দিন পরে আর করবো না। মনে থাকবে না। প্রেকটিক্যল না।

কিন্তু কারনটা থাকবে আগের মতো। ইমোশানাল কেউ এসে আমাকে বলতে পারবে ভবিষ্যতে যে কোনো বছরে, "কি বদলিয়েছে? কিছুই তো বদলায় নি! অথচ তুমি সব ভুলে বসে আছো?"

//
নিজেদের মাঝে দ্বন্ধ বাড়বে যদি এগুলো নিয়ে একে অন্যকে আক্রমন করি।

17-Nov-2020 8:12 am

Published
17-Nov-2020