Post# 1605367828

14-Nov-2020 9:30 pm


: ৫৫৩

مصنف ابن أبي شيبة - ٣٦٥٥٣
حدثنا علي بن مسهر عن الشيباني عن عبد الله بن المخارق بن سليم عن أبيه قال : قال علي :

আলী রাঃ বলেন :

إني لا أرى هؤلاء القوم إلا ظاهرين عليكم لتفرقكم عن حقكم وإجتماعهم على باطلهم ،

আমি দেখছি ঐ কওমগুলো তোমাদের উপর আসছে তোমাদেরকে তোমাদের হক থেকে বঞ্চিত করতে, আর তাদের বাতেলের উপর তোমাদের একত্রিত করতে।

وإن الامام ليس يشاق سفره ،

নেতারা বিভিন্ন পথে চলতে ভয় পায় না।

وإنه يخطئ ويصيب ،

সে ভুল করে, ভুল পথে চালায়।

فإذا كان عليكم إمام يعدل في الرعية ويقسم بالسوية فاسمعوا له وأطيعوا ، وإن الناس لا يصلهم إلا إمام بر أو فاجر ،

কিন্তু যদি তোমাদের নেতা অধস্তনদের উপর ন্যয়বিচার করে, আর সমান বিচার করে তবে তার কথা শুনো আর তার অনুগত থেকো। কারন মানুষকে ঐক্যবদ্ধ রাখা ভালো অথবা মন্দ নেতা ছাড়া কেউ পারে না।

فإن كان برا فللراعي وللرعية ،

সে যদি সৎ হয় তবে সেটা পথপ্রদর্শক আর তার অনুসারি দুজনের জন্যই ভালো হলো।

وإن كان فاجرا عبد فيه المؤمن ربه وعمل فيه الفاجر إلى أجله ،

আর যদি সে মন্দ হয় তবে সেখানে তার আনুগত্য হবে রবের উপর ঈমান আনার জন্য। আর মন্দ কাজের পরিনতি যাবে তার উপর।

وإنكم ستعرضون على سبي ،

আর তোমাদেরকে বন্ধি করে হাজির করা হবে।

وعلى البراءة مني ،

জোর করে আমার সাথে সম্পর্কছেদ করার জন্য।

فمن سبني فهو في حل من سبي ،

যে আমাকে গালি দেবে, তার উপর আমার অভোযোগ নেই।

ولا تبرأوا من ديني فإني على الاسلام.

তবে আমার দ্বিন থেকে সরে যেও না। কারন আমি ইসলামের উপরই আছি।

    Comments:
  • এটা কঠিন ছিলো। অনুবাদে ভুল থাকতে পারে। পেলে জানাবেন ইনশাল্লাহ।
  • ^ না নেই।
  • ওয়ালাইকুমুস সালাম।

14-Nov-2020 9:30 pm

Published
14-Nov-2020