কোরআনের "তাগুত" কারা, কে? সেটা নিয়ে কেউ আপনাকে বিভ্রান্ত করতে আসলে :
১। প্রথমে প্রাচিন মিশরের "ওরাকেল" নিয়ে পড়ুন। নিচে লিংক।
২। কোরআনের ঐ আয়াতগুলো পড়ুন, যেখানে তাগুত নিয়ে বলা হয়েছে।
"তারা তাগুতে বিশ্বাস করে" সুরা বাকারা।
ইউসুফ আঃ সময় মিশরে "তারা তাগুতের কাছে বিচার নিয়ে যায়"। সুরা ইউসুফ।
৩। ১৯০০ সালের আগে লিখা তফসিরগুলোতে দেখেন তাগুতের কি ব্যখ্যা করা আছে।
"পাদ্রী, মূর্তি আর শয়তান -- যেখানে তিনটাই এক হয়ে যেতে পারে।" - ইবনে কাসির।
"পাদ্রীর উপর যখন শয়তান অবতির্ন হয়" এবং এরকম অসংখ্য।
আপনার স্পষ্ট জবাব পাবেন।
সংক্ষেপে : বর্তমান সেকুলার জালিম শাসকদের সাথে তাগুতের কোনো সম্পর্ক নেই।
.
http://www.touregypt.net/featurestories/oracle.htm
Oracles in ancient Egypt :
"An Oracle is more limited and more practical than prophecy. An oracle was a request to a deity to answer some practical question through its public statue. Evidence for the use and belief in oracles comes from the many oracular decrees engraved on temple walls or delivered on papyrus to private persons who then wore the oracle as an amulet; references made in administrative or private records; original petitions on papyrus or ostraca and laid before the god; and statues and reliefs associated with oracles."