এটা বুঝতে হবে : "অন্য ধর্মের কেউ আমার ধর্মিয় কাজে সম্পৃক্ত হলে আমি খুশি হই" -- এটা কেবল ইসলাম আর খৃষ্টান ধর্মে হয়। ইহুদি আর হিন্দু ধর্মে এরকম নেই।
তাই আপনার জন্ম যদি মুসলিম পরিবারে হয় কিন্তু আপনি ধর্ম নিরেপেক্ষ। এরপর হিন্দুদের পুজা আর্চনায় তাদেরকে খুশি করার জন্য যোগ দেন। মন্দিরে যান। টিভিতে তাদের ধর্মিয় সংগিত গান। এগুলো করা দ্বারা তাদেরকে আপনি খুশি করছেন না।
এখানে অস্পৃশ্যতা আর জাত-বংশের ব্যপার আছে। আপনার জন্ম যেহেতু মুসলিম পরিবারে এটা একটা ফেকটর। আপনি ইসলাম ছেড়ে দিলেও আপনার জন্মটা একটা ফেকটর। অনেক ক্ষেত্রেই তাদের মন্দিরে গিয়ে আপনি তাদের ধর্মিয় প্রতিষ্ঠানকে অপবিত্র করছেন। তাদেরকে খুশি করলেন না। এবং তারা এটা চায় না।
মেইনস্ট্রিম নিউজের খবরগুলো ফলো করলে ব্যপারটা বুঝতে পারবেন। ফ্রেন্ড হিসাবে আপনার হিন্দু বন্ধু হয়তো চুপ থাকবে। কিন্তু তার দিকটা আপনাকে বুঝতে হবে। তারা মাইনরিটি গ্রুপ যেহেতু।