মাসলা :
- ছেলেদের জন্য রূপার আংটি পড়া জায়েজ। বাকি সব ধাতু যেমন স্বর্ন, লোহা, পিতল, তামার আংটি পড়া নাজায়েজ।
- রূপার আংটি পড়লেও রূপার ওজন ৪.৪ গ্রামের কম হতে হবে।
- মাঝে ডায়মন্ড বা অন্য কিছু দিলে সমস্যা নেই।
.
https://www.facebook.com/alkawsarbd/posts/3568790943198885
.
ব্যক্তিগত ভাবে আমি আংটি পড়ি না। কিন্তু যারা তাবিজ কবজে বিশ্বাস করে তারা পড়ে হেকিমের প্রেসক্রিপশন মনে করে। তাদের জন্য নোট।
তাবিজ কবজের বিকল্প হলো নামাজ পড়া আর দোয়া করা। নামাজ-দোয়ায় হলো মুক্তি। তাবিজ-কবজে কেবল আত্মতৃপ্তি।