Post# 1604845235

8-Nov-2020 8:20 pm


#ibn 546
থওবান রাঃ বলেন : তোমাদের সামনে এমন সময় আসছে যে তোমাদের উপর আক্রমনের জন্য এমন করে ডাকা হবে যেমন করে কোনো কওম তাদের খাবারে শরিক হবার জন্য ডাকে।

তোমাদের শত্রুর অন্তর থেকে ওহান দূর হয়ে তোমাদের অন্তরে চলে আসবে। আর তোমাদের কাছে দুনিয়া সবচেয়ে ভালোবাসার জিনিস হবে।

জিজ্ঞাসা করলেন : আমাদের অল্প সংখ্যার কারনে?

বললেন : তোমাদের অধিকাংশই হবে ফেনার মতো। যেমন বন্যার ফেনা।

مصنف ابن أبي شيبة - ٣٦٥٤٦
حدثنا أبو أسامة عن أبي الاشهب قال حدثنا عمرو بن عبيد عن ثوبان قال : (توشك الامم أن تداعى عليكم كما يتداعى القوم على قصعتهم ، ينزع الوهن من قلوب عدوكم ويجعل في قلوبكم وتجبب إليكم الدنيا ، قالوا : من قلة ، قال : أكثركم غثاء كغثاء السيل).
غثاء السيل : رغوته وهي شئ لا يكاد يكون له قوام.

8-Nov-2020 8:20 pm

Published
8-Nov-2020