Post# 1604842666

8-Nov-2020 7:37 pm


ইবনে শায়বার হাদিসগুলো আবার অনুবাদ করছি একটা একটা করে ইনশাল্লাহ। অনুবাদে ভুল থাকলে কমেন্ট বলবেন ইনশাল্লাহ। যে কারনে কমেন্ট খুলা। কিন্তু ব্যখ্যা বা ডিসকাশন মুছে দিচ্ছি। জাজাকাল্লাহ।

#ibn 544

হযরত আলী রাঃ বলেন : যিনি বিজ ফুটান, জীবন দেন তার কসম। যে বাদশাহ তার উত্তরাধিকার ঠিক করে রেখেছে তাকে ক্ষমতা থেকে সরানো পর্বত সরানো থেকেও কঠিন। কিন্তু যদি তারা নিজেদের মাঝে সংঘর্ষ লাগে তবে যার হাতে আমার প্রান তার কসম, একটা নেকড়ের পাল এসেও তাদের উপর বিজয়ি হয়ে যেতে পারবে।

مصنف ابن أبي شيبة - ٣٦٥٤٤
حدثنا أبوا أسامة عن عبد الله بن محمد بن عمرو بن علي قال حدثني أبي قال : قال علي : والذي فلق الحبة وبرأ النسمة ! لازالة الجبال من مكانها أهون من إزالة ملك مؤجل ، فإذا اختلفوا بينهم فوالذي نفسي بيده لو كادتهم الضباع لغلبتهم.
ملك مؤجل : أي قد جعل لانتهائه أجلا لما يحن بعد.

8-Nov-2020 7:37 pm

Published
8-Nov-2020