Post# 1600852423

23-Sep-2020 3:13 pm


ইমামের ১ রাকাত শেষ হবার পরে মসজিদে এসে জামাতে শরিক হলাম।

ইমাম শেষ বৈঠকে সালাম ফিরানোর সময় আমিও সালাম ফিরিয়ে ফেললাম।

এর পর মনে হলো আমার ১ রাকাত বাকি।

কি করবো? নতুন করে নামাজ?

না। দুই দিকে সালাম ফিরালেও নামাজ ভাঙ্গে না। নামাজ ভাঙ্গবে যদি আমি আমার বুক পশ্চিম দিক থেকে ঘুরিয়ে নেই, বা পাশের জনের সাথে কথা আরম্ভ করি।

এগুলো না করে থাকলে : দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেললেও যখন মনে পড়বে নামাজ বাকি, তখন ঐ নামাজহীন বসা অবস্থা থেকে দাড়িয়ে ১ রাকাত পড়ে নেবো। এবং নিজের ঐ শেষ রাকাতে সহু সিজদা দেবো।

নতুন করে আবার সেই নামাজ পড়ার দরকার নেই।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

23-Sep-2020 3:13 pm

Published
23-Sep-2020