Post# 1600676979

21-Sep-2020 2:29 pm


ইমাম নামাজ পড়ছে। আমি দেরিতে ২য় রাকাতে শরিক হলাম।

ইমাম সালাম ফিরালো, কিন্তু এটা শেষ সালাম না, নামাজে ভুল করেছে কোথাও সে জন্য "সহু সিজদার" সালাম। এর পর পরই উনি সিজদায় যাবেন।

আমি পেছনে বসে অপেক্ষা করছিলাম ইমাম শেষ সালাম ফিরালে নিজে সালাম না ফিরিয়ে দাড়িয়ে যাবো।

এখন অপ্রত্যাশিত সহু সিজদার সালামের সময় আমি কি করবো? ফিরাবো?

উত্তর : সালাম ফিরাবো না। যেহেতু আমার নামাজ বাকি আছে। সালাম না ফিরালেও ইমামের সাথে সহু সিজদা দেবো ঠিক মতো।

মাসলা নিচে।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

21-Sep-2020 2:29 pm

Published
21-Sep-2020