মার্কেটে এখন কোন ফোন আছে, কোনটা চলছে, এবং দাম কেমন, কি অপশন দিয়ে।
ফিয়েচারের জন্য gsmarena.com. কিন্তু সেখান থেকে বুঝতে পারবেন না এর মাঝে কোনটা মার্কেটে আছে, কি দামে। এটা বিশাল ফেক্টর।
আর মার্কেটে গেলে বুঝতে পারবেন না কোন মোবাইলের ফিয়েচার কি? কারন বিক্রেতাও ভালো জানে না।
তাই আগে ব্রান্ড - দাম জেনে এর পর gsmarena থেকে ফিয়েচার দেখে এর পর মার্কেটে গিয়ে কিনে নেন যেটা পছন্দ করেছিলেন ঠিক সেটাই। চয়েস সেখানে গিয়ে না বদলিয়ে।
অন দা স্পট চয়েস বদলালে ঠকবেন।
বাজারে এখন Realme চলছে বেশি। Xiaomi অনেকটা হয়ে গিয়েছে "গত বছরের পছন্দ"।