Post# 1596185585

31-Jul-2020 2:53 pm


সবসময় না।


কখনো কখনো টুপি ছাড়া বাইরে হাটার কথা বলা আছে হাদিসে। কখনো খালি পায়ে।

নিজের নফস দূর হয়।


"বাসে আমি কখনো চড়ি না" ভিআইপি হয়ে গিয়েছি। বড় চাকরি। নিজের এসি কার। দুরে গেলে প্লেনে।

আমি হেন্ডিকেপড হয়ে গিয়েছি। অন্যরা প্রয়োজনে বাসে চড়তে পারবে অনায়াসে। আমি পারি না।


সামর্থ আছে সব সময় বিশাল গরু কোরবানী দেন?

মাঝে মাঝে সামর্থ থাকলেও অনেক ছোট গরু দেন। সবাইকে জানিয়ে।

নয়তো সামর্থ একটু কমে গেলে আর কোরবানী দিতে পারবেন না। "সবসময় আমি দুই লাখ টাকার কোরবানি দিয়ে এসেছি। এই বার ৫০ হাজারের গরু দিলে মানুষ কি বলবে?"

পাশের সহজ-সরল মানুষ ঠিকই দিচ্ছে। আমি স্থবির। আমার তৌফিক আল্লাহ তায়ালা কেড়ে নিয়েছেন।


ছোট থাকি। আখিরাতে আল্লাহ বড় করবেন। উনি চাইলে।

    Comments:
  • ঢাকাতেও
    https://www.facebook.com/habib.dhaka/posts/10157611605613176
  • ঢাকাতেও গরু নেই।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10157611605613176?hc_location=ufi

31-Jul-2020 2:53 pm

Published
31-Jul-2020