#কোরবানি
আনএক্সপেকটেডলি -- এবার হাটে গরু নেই।
১
সাপ্লাই ছিলো কম। বিক্রি হবে না ধারনা করে আগে থেকে বিক্রি আরম্ভ করেছিলো। ঈদের ২ দিন আগে হাট গরু শুন্য।
২
ঢাকাতে এমনি দাম ছিলো বেশি। খামারগুলো আর উত্তর বঙ্গে দক্ষিন বঙ্গে দাম এখনো কম। বিশেষ করে দুই দিন আগেও বড় গরু জেলা শহরে খামারিরা ছেড়ে দিচ্ছিলো ২০% কম দামে।
এখনো সম্ভবতঃ জেলা শহরগুলোতে তাই।
আর ঢাকায় গতকালও গরু বিক্রি হয়েছে ২০% বেশি দামে। মানে গ্রাম আর শহরের দামের পার্থক্য ৫০%।
৩
কিন্তু ঢাকায় সাপ্লাই নেই। ব্যপারিরা গরু আনে নি রিস্ক নিয়ে। গতকালই অনেক হাট গুটিয়ে নিয়েছে। কারন হাটে কোনো গরু নেই, আর নতুন গরু আসবে না।
৪
এই সময় এলাকার রাস্তায় লাইন ধরে গরু বাধা থাকতো যারা কিনেছে তাদের সবার। রাস্তা এখনো প্রায় ফাকা। মানে বেশিরভাগ কিনে নি। কেউ অর্থনৈতিক কারনে। কেউ আবার গরু পায় নি তাই।
ভাড়াটিয়াদের আগে ৬টা গরু থাকতো এই সময়ে গ্যরেজা। এবার এখনো একটাও নেই। ঈদের আগের দিন দুপুর।
৫
নোট টু সেলফ। সামনের বছর ইনশাল্লাহ যদি বেচে থাকি। হাট থেকে না কিনে জেলা থেকে আমদানি। কম খরচ। নিরাপদ। ঝামেলা কম। আর ভালো। টাইমিংটা ঠিক রাখতে হবে। বেশি আগে কিনলে দাম বেশি পড়বে। ঈদের ১ সপ্তাহ আগে।
তবে অনলাইনে এড দিয়ে যারা বিক্রি করে, সবাই অতিরিক্ত দামে বিক্রি করে। এগুলো এর পরও এভয়েড করা ভালো।
৬
নিউজ রিপোর্টস :
খামারিরা লোকসানে গরু বিক্রি করছে। ক্রেতা নেই। ১০ দিন আগের ৭৫ হাজার টাকার গরু এখন ৫৫ হাজারে।
http://mzamin.com/article.php?mzamin=237358
ঢাকা শহরে গরু নেই। ৫০ হাজারের গরু বিক্রি হচ্ছে ৮০ হাজার টাকা।
https://www.prothomalo.com/bangladesh/article/1672124/