#পার্থক্য
তকবিরে তাশরিক : মালেকি মাজহাবে
১
কেবল মাত্র তিনবার "আল্লাহু আকবার", এই দুটো শব্দই পড়তে হয় ফরজ নামাজের পরে। আমরা যেভাবে লম্বা করে পড়ি সেরকম না।
২
পড়া মুস্তাহাব। সুন্নাহ না। বা ওয়াজিব না।
৩
ঈদের আগের দিন না। বরং ঈদের দিন জোহর থেকে আরম্ভ করে ঈদের ৪র্থ দিন ফজর পর্যন্ত। হানাফিতে যেটা সেদিন আসর পর্যন্ত।
উল্লেখ্য মালেকিতে যে কোনো নামাজের সালাম ফিরানো "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলুল্লাহ" পড়ে না। বরং কেবল মাত্র "আস-সালামু আলাইকুম" এতটুকু পড়ে। এবং তাও এক দিকে, কেবল ডান দিকে। বাম দিকে সালাম ফিরানোর দরকার নেই।