ঈদের তকবির :
বাংলাদেশে কালকে ফজরের পর থেকে তকবির পড়া আরম্ভ হবে ইনশাল্লাহ। চলবে ৫ দিন পর্যন্ত। প্রতি ফরজ নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পড়া।
#পার্থক্য
মাজহাবগত পার্থক্য [ মানে আগে যেটা হানাফি-সালাফি হিসাবে লিখতাম সেটা এখন হানাফি-শাফির পার্থক্য দেখাচ্ছি ]
১
হানাফি : ১ বার পড়া ওয়াজিব। পড়তে ভুলে গেলে ওয়াজিব মাফ। তিনবার পড়ার নিয়ম নেই। সুন্নাহ মনে না করে ৩ বার পড়লেও সমস্যা নেই।
শাফি : ৩ বার পড়া সুন্নাহ।
২
হানাফি : কেবল ফরজ নামাজের পরে পড়তে হয়।
শাফি : সুন্নাহ, নফল সব নামাজের পর পড়তে হয়।
৩
হানাফি : ঈদের নামাজে যাবার সময় জোরে জোরে এই তকবিরটা পড়তে পড়তে যাবে। পড়তে পড়তে ফিরবে।
শাফি : তকবিরটা ঈদের রাতের মাগরিব থেকে ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত ঘন ঘন জোরে পড়া। এইভাবে আমল করাকে তারা একটা স্বতন্ত্র আমল হিসাবে নিয়েছে। নাম "তকবিরে মুরসাল"। একটা মুরসাল হাদিসের উপর আমল দেখে। মুরসাল হাদিস মানে একজন রাবির নাম নেই।