#মৃত্যু
হটাৎ করে আযরাইল আসলে মানুষ বলে আমাকে আর একটু সময় দাও। কয়েক দিন বা কয়েক ঘন্টা এই কাজটা শেষ করে নেই।
১
এই কাজটা বলতে সে বুঝায় তাকে কোনো কাজের দায়িত্বে রাখা হয়েছে। সে এখনই মরে গেলে কর্মচারিরা জানে না কি করতে হবে তাদের বুঝিয়ে দেবে। বা তার ঋন-পাওনার হিসাব তার পরিবারকে বুঝিয়ে দেবে। তার পরিবার জানে না যেহেতু।
২
এ জন্য ওসিয়তনামা লিখে রাখতে হয়। এটা ছাত্র বা স্টুডেন্ট বা ৩০ এর কম বয়সিদের জন্য অত জরুরি না। সংসারের হেড যে তার জন্য সবচেয়ে জরুরি। কারন তার হাতে অনেক লেন-দেন কাজ।
৩
ওসিয়ত নামা আর নসিহত নামা এক না। নসিহত হলো উপদেশ বানি। তোমরা দ্বিনের উপর চলবে,নামাজ পড়বে। এগুলো।
ওসিয়ত হলো লেন দেন কাজ, সেই একাউন্টে টাকা আছে। তাকে তুমি এই দিয়ে তার থেকে সেই নিয়ে নেবে এগুলো।
৪
ওসিয়ত নামা লিখে রাখি। রেগুলার আপডেট করি লেন দেন যখন পরিবর্তিত হয়। মৃত্যুর সময় চলে আসলে আর সময় চাইতে হবে না। যা বলার দরকার অলরেডি বলে রেখেছি। আমি তৈরি।
৫
কাগজগুলো যেন হারিয়ে না যায়। বা মরে গেলে কেউ খুজে পেলো না এমন না হয়। বা কেউ জানে না আমি লিখেছি এমনও না হয়।
প্রিন্ট করে প্রমিনেন্ট এমন জায়গায় যেটা একদম প্রকাশ্য না। কিন্তু মারা গেলে মানুষ ঐ জায়গায় হাত দেবে প্রথমে এমন কোথাও। আর নিকটজনকে বলে রাখি এখানে আছে আমার ওসিয়ত নামা।
জাজাকাল্লাহ।