Post# 1596071676

30-Jul-2020 7:14 am


#মৃত্যু


গাজ্জালির বই পড়ছিলাম ২০ বছর বয়সে। পীর বলছে মুরিদদের : তোমরা গুনাহ থেকে বেচে থাকার ভয় করো, আর আমরা করি কুফরি থেকে বাচার।

আরো অনেক কোট। সবগুলো এক্সট্রিম।

এক বুজুর্গ বলছেন, "মাঝে মাঝে আমি হাত দিয়ে দেখি গলায় ক্রুশ ঝুলছে কিনা।"

"মসজিদে রওনা দিয়ে দেখি ভয়ে, আমি মন্দিরে চলে এসেছি কিনা" অর্থাৎ পথেই ঈমান হারিয়ে ফেলেছেন কিনা।

"হাতের তসবিহ গুনতে গুনতে দেখি কোমরে পৈতা ঝুলছে কিনা।"


বাড়াবাড়ি মনে হতো। কেমন আসল গুনাহ থেকে বাচার চিন্তা নেই। আছে "অবাস্তব" একটা আশংকা নিয়ে। তাও আবার মুরিদ না, নিজেরা পীর-বুজুর্গ, এত বয়স, এত আল্লাহ ভীতু হয়ে।

এর পর নিজে এখন মৃত্যুর প্রান্তে পৌছলাম।


গুনাহর আশংকা না।

যদি ঈমান নিয়ে মারা যেতে পারি তবে আমি খুশি। এত খুশি যে যদি মৃত্যুর পরে দেখি ঈমান নিয়ে এসেছি তবে আর কিছু ভয় করি না। সবচেয়ে বড়টা শেষ।

30-Jul-2020 7:14 am

Published
30-Jul-2020