হজ্জ আরম্ভ হয়েছে। আজকে হাজ্জিরা সবাই মিনাতে।
সংক্ষেপে নিয়ম। যে নামগুলো বলছি এগুলো লম্বা সোজা একটা রাস্তার বিভিন্ন পয়েন্টের নাম। এই সোজা রাস্তার এক মাথায় মক্কার হারাম শরিফ। অন্য মাথার শেষে আরাফার মাঠ। রাস্তাটার দৈর্ঘ হলো ২০ কিলোমিটার।
রাস্তা :
মক্কা --- মিনা --- মুজদালিফা --- --- আরাফা।
দৈর্ঘ : সবগুলো ৬ কিলোমিটার। কিন্তু আরাফার আগের রাস্তা ১২ কিলো। উপরে এজন্য লাইনটা দ্বিগুন করে একেছি।
হজ্জের নিয়ম :
আজকে সকালে : মক্কা থেকে মিনা। ৬ কিলো।
পরদিন সকালে : মিনা থেকে আরাফা। ১৮ কিলো।
আবার সন্ধায় : আরাফা থেকে মুজদালিফা। ১২ কিলো।
পরদিন সকালে : মুজদালিফা থেকে মিনা। ৬ কিলো।
এর পর ৩-৪ দিন : মিনাতেই। এই সময়ে পাথর মারতে হয় প্রতিদিন। কোরবানি। মক্কায় একবার গিয়ে আসতে হয়।
৩-৪ দিন শেষে : মিনা থেকে মক্কায়। ৬ কিলো। হজ্জ শেষ।
হেটে সবগুলো করা টাফ না। যদি হাটার অভ্যাস থাকে। আর হাটার রাস্তা ডানে বামে যতদূর চোখ যায় এরকম প্রসস্ত, পাশাপাশি বহু রাস্তা এবং এগুলোতে কোনো গাড়ি নেই। কেবল হাটা। গাড়ির রাস্তা দূর দিয়ে।