Post# 1596009250

29-Jul-2020 1:54 pm


কথার সংক্ষিপ্ততা :


সবার জন্য না। বিশেষ করে যারা গ্রাম দেশে থাকে। বা সরল সহজ মানুষদের। তারা লম্বা করে বর্ননা পছন্দ করে। যে কারনে ওয়াজ হয় লম্বা। ১০ মিনিটের কথা ২ ঘন্টা ধরে বলে। নিজেদের মাঝে কথা বলার সময়ও অপ্রয়োজনীয় ডিটেইলেস বর্ননা করতে থাকে অনেক সময় নিয়ে।

আর তাদের মাঝের একটু বুদ্ধিমানদের কাছে সংক্ষিপ্ততা একটা "অপরাধ"। পাপ। কারন যে কথাগুলো বলা হলো না সেগুলো যেন বক্তা "গোপন" করলো। তাই সে চোরাগুপ্ত, অপরাধি, বিভ্রান্তকারি। এবং "ভুল" তার না বলা কথার জন্য।


শহরে, উচ্চ শিক্ষিত, প্রোফেশনাল, কর্পোরেট, ব্যবসায়ি, বা আমাদের ১০ মিনিট স্কুলের টার্গেট অডিয়েন্সের জন্য জিনিসটা পুরো উল্টো।

যে কারনে ১০ মিনিটের মতো কিছু করা আমাদের ইসলামপন্থিদের জন্য আরেকটা বড় সমস্যা। প্রথমতঃ কথা তারা সংক্ষিপ্ত করতে পারে না। দ্বিতীয়তঃ কেউ করলে তাকে অপরাধি সাব্যস্ত করা হয়।


আমার পোষ্টগুলো হয় সংক্ষিপ্ত।
যেটা নিয়ে অনেক অভিযোগ।

কিন্তু পোষ্টগুলো তাদের জন্য না, যারা এগুলো নিয়ে অভিযোগ করে।
তারা আমার অডিয়েন্স না। তাদের কথা চিন্তা করে লিখি না।

29-Jul-2020 1:54 pm

Published
29-Jul-2020