Post# 1596003264

29-Jul-2020 12:14 pm


আলেমদের :

- উনাদের অতিরিক্ত প্রশ্ন না করি। বরং যতটুকু বলেন ততটুকুর উপর আমল করি। বাকিগুলোর ব্যপারে স্বাধিনতা আছে।

- কতটুকু ফরজ-ওয়াজিব-সুন্নাহ বলা আছে কতটুকু বলা নেই এর জন্য বেহেস্তি জেওর, ফতোয়ায়ে আলমগিরি বা এরকম কোনো একটা বই পড়ে নেই। এর সাথে আলেমদের কথা মিলালে যতটুকু বলা আছে ততটুকুই হুকুম নিষেধ।

- আলেমদের সাথে তর্ক না করি। যেন উনাদের কারো সাথে শত্রুতা না হয়। দ্বিমতের ক্ষেত্রে চুপ থেকে সরে যাই। যাকে সঠিক মনে করি তাকে অনুসরন করি। কারো ব্যপারে অন্তরেও অপছন্দ না রাখি।

- রাসুলুল্লাহ ﷺ এর ইলমের উত্তরাধিকারি হিসাবে আলেমদের আল্লাহ তায়ালা রাজনৈতিক ক্ষমতা দেবেন না, দুনিয়ার সম্পদ দেবেন না, আগের যুগেও কখনো দেন নি। এটা মাথায় রাখি। তাই তাদের সাথে নম্র ব্যবহার করি। বিপদাপদে সাহায্য করি।

- আবারও যাকে আপনি ভালোবাসেন তার এত কাছে যাবার দরকার নেই যে তার দোষগুলো চোখে পড়ে। ভালোবাসা ছুটে যায়। সব মানুষেরই যথেষ্ট দোষ আছে যে মানুষ তাকে কবরও দেবে না। তাই একটু দূরত্ব রাখি। পেসিভলি শিখি।

29-Jul-2020 12:14 pm

Published
29-Jul-2020