"ডাবল স্টেন্ডার্ড"
অনেক ফালাফালি। অনেক নাচানাচি এটা নিয়ে। আমি পাত্তা দেই নি। পশ্চিমারা যদি আমাদের ডাবল স্টেন্ডার্ড ধরা আরম্ভ করে তবে তারাও কম পাবে না।
ডাবল স্টেন্ডার্ডে আমি তাদের দোষ ধরি না। কারন আমি নিজেদের জন্যও ডাবল স্টেন্ডার্ডকে দোষের মনে করি না।
তবে আমাদের ডেনিয়াল এইচ এই সব ব্যপারে অনেক যুক্তিপূর্ন যুক্তি আনতে পারেন। এগ্রি না করে আমার উপায় থাকে না। তাই উনি যখন আজকে লিখলেন ডাবল স্টেন্ডার্ডের উপর তখন পড়লাম। মনে করেছিলাম পড়ে বলবো "ঠিক"। পড়ে শেষ করে বললাম "ভুল"। ব্যসিক্যলি বলেছেন পশ্চিমারা করলে এটা ডাবল স্টেন্ডার্ড। আমরা করলে না। এই সিম্পল কথার জন্য এত লম্বা আর্টিক্যলের দরকার নেই।
তবে ড্যনিয়ালের লিখা, আর আমার এই লিখার প্রসংগ কি?
আয়া সোফিয়া। আরেকটা দরজা খুলে দিয়েছে। এখন ইজরাইল স্ব-উৎসাহে জেরুজালেমকে মন্দিরে পরিবর্তন করতে পারবে। কোনো এথিকেল সমস্যা তাদের আর নেই।
সময়। যেভাবে চলবে বলা হয়েছিলো সেভাবেই চলছে।
দেখি।