কমেন্টরদের জন্য আমি একটা গ্রুপ করে দিতে পারি। যে বিষয়ে আপনি ডিসকাস করতে চাচ্ছেন সেটা ঐ গ্রুপে করেন। সংগে আমার পোষ্টের একটা লিংক দিয়ে। কিন্তু আমার মূল স্টেটাসে না।
কিন্তু এর পর শিগ্রই দেখবেন সেই গ্রুপ ট্রল, এড, তর্ক, বিভিন্ন দলের প্রচারের লিংকে ভরে গিয়েছে। আর সকল আন-মডারেটেড গ্রুপে যা হয়।
তখন আবার এখনে এসেই কমেন্ট করবেন। কারন "এখানে পরিবেশ আছে" "ওখানে নেই"।
এখানে পরিবেশ আছে কেন? কারন আমি মডারেট করছি তাই।
কিন্তু আমার হাতে মডারেশনের সময় নেই। বা সেই ইচ্ছেও নেই। মডারেশনের পেছনে সময় দিয়ে আমার কোনো লাভও নেই।
এমন সমস্যা যেটার কোনো সমাধান নেই।
আমার কাছে শর্টকাট সমাধান হলো একটা কমেন্ট করলেই ব্লক করে দেয়া। তাহলে পরের সমস্যাগুলোতে আর গড়ায় না।
- Comments:
- Someone please tag his mom. :V :V :V
- ^ Tried it all. It built up a pressure within those that do want to comment. And then they explode at one time with rage. Making every afford to tell me what they feel they "must" tell me.
Not worth it. It's a little less stressful keeping comments open to release their pressure and then block those who burst regardless.