Post# 1595845113

27-Jul-2020 4:18 pm


#চামড়া

ট্যনারিগুলোর কোরবানীর গরুর চামড়ার এখন আর দরকার নেই। সারা বছর নরমাল জবাইয়ে যে চামড়া পায় সেগুলো দিয়ে তাদের হয়ে যায়।

তাই কোরবানীর পরে সমস্ত চামড়া মাটি চাপা দিয়ে দিলেও কারো ক্ষতি নেই। এর পরও চামড়ার দাম বাড়বে না।

ভালো হয় যদি কেউ কারিগরি খুলেন "এখানে আপনার গরুর চামড়া শুকিয়ে প্রোসেস করে আপনাকে ফিরত দেয়া হবে। চার্জ এত টাকা।"

কত চার্জ হলে কেউ করে লাভ করতে পারবে সেটা হলো প্রশ্ন। ৫০০০ টাকায় হলে মানুষ ধুমারসে নিবে। ১০০০০ হলেও শখ বশত অনেকে নেবে। ২০০০ এ হলে কেউ আর চামড়া বিক্রি করবে না।

    Comments:
  • শিক্ষনীয় পোষ্ট।

27-Jul-2020 4:18 pm

Published
27-Jul-2020