Post# 1595839389

27-Jul-2020 2:43 pm


#পার্থক্য

শাফি মাজহাবের কোরবানির নিয়মের সাথে হানাফির। আরো দুটো চোখে পড়লো।


কত টাকা থাকলে কোরবানি দেবে?

শাফি : ঈদের দিনগুলতে যার প্রয়োজনীয় মালের অতিরিক্ত এতটুকু মাল আছে যে সে একটা পশু কোরবনি দেয়ার জন্য যথেষ্ট তবে তার উপর কোরবানী সুন্নাহ।

হানাফি : ঈদের দিন নিসাব পরিমান অতিরিক্ত সম্পদ থাকলে ওয়াজিব।


কোন সময় থেকে কোরবানি দেয়া যাবে?

শাফি : ফজরের পরে সূর্য উঠে। এশরাক হবার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে দুই খুতবা দেয়ার মতো সময় পার হয়ে গেলেই কোরবানী দেয়া যাবে। যেন ভার্চুয়েল ঈদের নামাজ পড়তে যতটুকু সময় লাগে। এলাকার মসজিদে ঈদের নামাজ হোক বা না হোক।

হানাফি : এলাকার মসজিদের ঈদের নামাজ শেষ হবার পরে দিতে হবে। কোরবানী দাতা নামাজ পড়ুক বা না পড়ুক।

27-Jul-2020 2:43 pm

Published
27-Jul-2020