Post# 1595772987

26-Jul-2020 8:16 pm


দ্বিন মিটে যাচ্ছে না। ঠান্ডা থাকি।


"কিন্তু মানুষ যে এত এত গলদ আকিদার কথা বলছে?"

ডঃ খন্দকার জাহাঙ্গির স্যারের কয়েকটা বয়ানে উনি একই কথা বলতেন। ইচ্ছে করে খুজে বের করে সেই ক্লিপগুলো শেয়ার করে রাখি আমার টাইমলাইনে।

বলতেন, এই দ্বিন মিটবে না। ১৪০০ বছর ধরে টিকে আছে এই দ্বিন সমনেও থাকবে ইনশাল্লাহ। কেউ যদি মনে করে দ্বিন মিটে যাচ্ছে তবে সেই বরং ভুল পথে চলছে।

এটা আমাদের অভার ইমোশানাল ইয়ং জেনদের জন্য বলতেন যারা বিশ্বাস করতো আমরা এখনই বাতেলদের বিরুদ্ধে এগ্রাসিভ এবং ফিজিক্যল একশন না নিলে এই দ্বিন মিটে যাবে আমাদের জীবদ্দশাতেই।


"কিন্তু এত এত বাতেল কথা"

প্রতি শত বছরে হাজার বাতেল দাড়ায়। কোনোটাই টিকে থাকে না। শত বছর হবার আগেই শেষ হয়ে যায়। এজন্য অস্থির হবার দরকার নেই। আমি কিছু না বললেও বাতেল পড়ে যাবে শত বছর হবার আগে।

ইতিহাসে এরকম ১৪ শত বছরে অন্ততঃ ১৪ হাজার বাতেল দল দাড়িয়েছিলো। কোনোটাই এখন নেই।


তবে আমার কাজ কি?

বাতেলের মোকাবেলা আলেমদের হাতে দিয়ে দিন।
আমি নিজে যেটা হক বিশ্বাস করি সেটার উপর চলি।


উদাহরন :

হিফাজত দেখি।
তবলিগ দেখি।
আমাদের জিহাদি ভাইদের দেখি।
সালাফি ভাইদের দেখি।
এখন দেওবন্দিদের দেখি।
৪০ বছর আগে বেরলভিদের দেখি।

দ্বিনকে আল্লাহ তায়ালা টিকিয়ে রাখবেন ইনশাল্লাহ। বরং কে বাতেল তার বিরুদ্ধে সারা দিন যুক্তি প্রমান দিয়ে তর্ক না করে নিজের ব্যপারে মনোযোগ দেই। নিজের ব্যপারে ভয় করি। আল্লাহর ইবাদত করি।

দ্বিন থাকবে। তর্ক করার জন্য আলেমগন আছেন।
আমি আল্লাহর দিকে মনোযোগি হই।

    Comments:
  • ^ don't know if I would keep this comment. continue this discussion. and thus invite more people to express their opinion here and in the future. or just .....

26-Jul-2020 8:16 pm

Published
26-Jul-2020