Post# 1595749671

26-Jul-2020 1:47 pm


#পার্থক্য

শাফি মাজহাবের কোরবানির রুলিং কিছু পড়লাম। পার্থক্য গুলো :


শাফি : কোরবানি সুন্নতে কিফায়া। সমাজে কিছু লোককে দিতে হবে। ঘরের একজন দিলে সবার সুন্নাহ আদায় হয়ে যায়। জীবনে একবার দিতে উৎসাহিত করা হয়।

হানাফি : প্রত্যেকের জন্য ওয়াজিব।


শাফি : ঈদের দিন সহ ৪ দিন কোরবানি দেয়া যায়।

হানাফি : ৩ দিন।


শাফি : প্রতি ভাগ থেকে এতটুকু দান করা ওয়াজিব যতটুকু গোস্ত দিয়ে একজন এক বেলা কেবল ঐ গোস্ত দিয়ে খেয়ে নিতে পারবে।

হানাফি : দান করা ওয়াজিব না।


শাফি : মৃতের নামে কোরবানি করলে পুরোটা সদকা করতে হবে।

হানাফি : মৃতের জন্য নফল কোরবানি হলে সদকা করা শর্ত না।


শাফি : কোরবানী দাতার জন্য জিলহজ্জের ১০ দিন চুল নোখ কাটা মাকরুহ তানজিহি মানে অপছন্দনিয়।

হানাফি : না কাটা মুস্তাহাব মানে উত্তম। কাটলে গুনাহ নেই।

    Comments:
  • সোর্স :
    https://www.facebook.com/ShaykhImranAngulliaAlHafidz/
    এবং ওয়েব সাইট।
    facebook.com
  • হাত নিশপিশ করছিলো এর সাথে সালাফি ভাইদের পার্থক্যগুলো বলে দিতে। কিন্তু বুঝতেই পারছেন :-) খাল কেটে __ আনতে যায় কে? :-)
  • দুঃখিত, জানা নেই। আর আমার কাছে জিজ্ঞাসা করে এর উত্তর পাবেন না।

26-Jul-2020 1:47 pm

Published
26-Jul-2020