ডাকাতের হামলায় মারা গেলে শহিদ যদি নিজের জান মাল রক্ষার্থে সে ডাকাতের সংগে যুদ্ধ করে। সব শহিদ সমান না। যারা ব্যক্তি জীবনে আল্লাহ ভিতু, পরহেজগার, রাতে ইবাদতগুজার ছিলো তাদের মর্যাদা অনেক বেশি। এবং তাদের লাশ পচে না। শাহাদাতের স্তর আছে।
নিচে বাংলাদেশের এক শহিদের গল্প। ডাকাতের হামলায় নিহত। সৎ। ২৫ বছর পরে এখন বন্যার ভাঙ্গনে অক্ষত লাশ উদ্ধার। এত অক্ষত যে চেহারা দেখে ভাই আইডন্টিফাই করেছে লাশ কার।
আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন। তাদের একজন করুন।
http://mzamin.com/article.php?mzamin=236677