Post# 1595664341

25-Jul-2020 2:05 pm


মাজহাবগত পার্থক্যগত পোষ্ট আবারও দিচ্ছি। কিন্তু আমাদের সালাফি ভাইদের না টেনে শাফি-মালেকি আর অন্যান্য মাজহাবের সংগে পার্থক্য চোখে পড়লে লিখছি।

কেন? কারন পার্থক্য চোখে পড়লে এটা ইন্টারেস্টিং একটা নোটেবেল কন্টেন্ট মনে হয় আমার কাছে। তাই।

প্রয়োজনিয় মাসলা শেখা হয়ে গিয়েছিলো ২০ বছর বয়সের মাঝে। এর পর ৩০ বছর বয়স পর্যন্ত রিভিউ বিভিন্ন পত্রিকার প্রশ্নোত্তর বিভাগ। নতুন কিছু পেতাম না যেটা আগে থেকে অজানা। হানাফিতে ফতোয়াও পরিবর্তিত হতো না, কারন বহু আগে থেকে লিখা।

পরের ২০ বছর সালাফি ভাইদের শিক্ষা। কিন্তু এখন এই আলোচনা একটা ফিতনা টানে। অতি বিভক্তি, দ্বন্ধ, তর্ক, আক্রমন, ঘৃনা। এটা থেকে দূরে থাকতে চাচ্ছি।

কিন্তু আমাদের চার মাজহাবি ভাইরা আছেন আগের মতোই। ঠান্ডা। আমলে ব্যস্ত। নিজেদেরটা নিয়ে সন্তুষ্ট। মালেকিরা হানাফিদের আক্রমন করে না, বা ভাইস ভার্সা। আগে করলেও সেটা ঐতিহাসিক যুগে। আল্লাহ তায়ালা আমাকে তাদের সাথে রাখুন। ক্ষমা করুন সিমা লঙ্ঘন করে আগে যা করেছি তার জন্য।

শেষে মূল পোষ্ট :

কোরবানিতে শাফি আর হানাফিতে মিল পার্থক্য :

মিল :

  • কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে।
  • মৃতের নামে কোরবানী করা যাবে।
  • এক গরুতে ৭ জন সাত ভাগ দিতে পারবে।

    পার্থক্য :

  • মৃতের নামে কোরবানি দিলে পুরোটা দান করে দিতে হবে। হানাফিতে মৃতের নামে নফল কোরবানি দিলে, যেটা সচরাচর সবাই দেয়, দান করতে হবে না। নিজে খেতে পারবে আর সকল ভাগের মতো।

    রেফারেন্স কমেন্ট।

      Comments:
    • -

    25-Jul-2020 2:05 pm

  • Published
    25-Jul-2020