১
রাসুলুল্লাহ ﷺ দুটো পশু কোরবানি দিয়েছিলেন। একটা নিজের পক্ষ থেকে অন্যটা উনার উম্মতের পক্ষ থেকে।
তাই আগে আমাদের বলা হতো উম্মাহর মধ্যে যারা কোরবানি দেয় তারা পারলে রাসুলুল্লাহ ﷺ এর পক্ষ থেকে যেন একটা কোরবানি দেয়। আগে এরকম দেয়ার প্রচলন ছিলো। এখন কি হয় জানা নেই।
২
ফাজায়েলে হজ্জের কাহিনি। ইবনে মোয়াফফেকের কথা :
আমি রাসুলুল্লাহ ﷺ এর পক্ষ থেকে কয়েকবার হজ্জ করেছি। একবার স্বপ্নে দেখি রাসুলুল্লাহ ﷺ আমাকে বলছেন :
"তুমি কি আমার পক্ষ থেকে হজ্জ করেছো?"
"জ্বি, হুজুর"
"আমার পক্ষ থেকে লাব্বায়েক বলেছো?"
"জ্বি, হুজুর"
"আমি এর প্রতিদান দেবো। কিয়ামতের দিন তোমার হাত ধরে ঐ সময়ে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো, যখন মানুষ হিসাব-কিতাব নিয়ে ব্যস্ত থাকবে।"
৩
হয়তো এখন থেকে ২০ বছর আগে পড়া। নেটে একটা প্রশ্নোত্তর সাইটে একজন প্রশ্ন পাঠিয়েছে। শায়েখ আমি রমজান মাসে মক্কায় এসে প্রচন্ড ক্লান্তি সত্তেও মসজিদে আয়শা থেকে রাসুলুল্লাহ ﷺ এর নামে বদলি উমরার নিয়তে এহরাম বেধে রাতে তোয়াফ সায়ি করে মাথা চেছে,
প্রচন্ড ক্লান্তিতে হোটেলের রুমে এসে ঘুমিয়ে স্বপ্নে দেখি রাসুলুল্লাহ ﷺ বলছেন আমাকে আমি তোমাকে এর প্রতিদান দেবো। কিয়ামতে যখন সবাই যখন ব্যস্ত থাকবে তখন তোমার হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো। এর ব্যখ্যা কি?
৪
আল্লাহ তায়ালা উনার রাসুলের উপর অসংখ্য সালাত সালাম পাঠান।