Post# 1595605985

24-Jul-2020 9:53 pm



রাসুলুল্লাহ ﷺ দুটো পশু কোরবানি দিয়েছিলেন। একটা নিজের পক্ষ থেকে অন্যটা উনার উম্মতের পক্ষ থেকে।

তাই আগে আমাদের বলা হতো উম্মাহর মধ্যে যারা কোরবানি দেয় তারা পারলে রাসুলুল্লাহ ﷺ এর পক্ষ থেকে যেন একটা কোরবানি দেয়। আগে এরকম দেয়ার প্রচলন ছিলো। এখন কি হয় জানা নেই।


ফাজায়েলে হজ্জের কাহিনি। ইবনে মোয়াফফেকের কথা :

আমি রাসুলুল্লাহ ﷺ এর পক্ষ থেকে কয়েকবার হজ্জ করেছি। একবার স্বপ্নে দেখি রাসুলুল্লাহ ﷺ আমাকে বলছেন :
"তুমি কি আমার পক্ষ থেকে হজ্জ করেছো?"
"জ্বি, হুজুর"
"আমার পক্ষ থেকে লাব্বায়েক বলেছো?"
"জ্বি, হুজুর"
"আমি এর প্রতিদান দেবো। কিয়ামতের দিন তোমার হাত ধরে ঐ সময়ে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো, যখন মানুষ হিসাব-কিতাব নিয়ে ব্যস্ত থাকবে।"


হয়তো এখন থেকে ২০ বছর আগে পড়া। নেটে একটা প্রশ্নোত্তর সাইটে একজন প্রশ্ন পাঠিয়েছে। শায়েখ আমি রমজান মাসে মক্কায় এসে প্রচন্ড ক্লান্তি সত্তেও মসজিদে আয়শা থেকে রাসুলুল্লাহ ﷺ এর নামে বদলি উমরার নিয়তে এহরাম বেধে রাতে তোয়াফ সায়ি করে মাথা চেছে,
প্রচন্ড ক্লান্তিতে হোটেলের রুমে এসে ঘুমিয়ে স্বপ্নে দেখি রাসুলুল্লাহ ﷺ বলছেন আমাকে আমি তোমাকে এর প্রতিদান দেবো। কিয়ামতে যখন সবাই যখন ব্যস্ত থাকবে তখন তোমার হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো। এর ব্যখ্যা কি?


আল্লাহ তায়ালা উনার রাসুলের উপর অসংখ্য সালাত সালাম পাঠান।

24-Jul-2020 9:53 pm

Published
24-Jul-2020