Post# 1595597830

24-Jul-2020 7:37 pm


#আশা
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
আবু হুরাইরা রাঃ বলেন

أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعَ رَجُلاً يَقْرَأُْ ‏(‏قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ * اللَّهُ الصَّمَدُ ‏)‏
আমরা রাসুলুল্লাহ ﷺ এর সংগে বসে ছিলাম। শুনলাম একজন পড়ছে : "কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ..."

فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَجَبَتْ ‏"‏
রাসুলুল্লাহ ﷺ বললেন : ওয়াজিব হয়ে গিয়েছে তার জন্য।

قُلْتُ وَمَا وَجَبَتْ
জিজ্ঞাসা করলাম : কি ওয়াজিব হয়েছে?

قَالَ الْجَنَّةُ
জবাব দিলেন : জান্নাত!

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ
আবু ঈসা বলেন এই হাদিস হাসান সহি গরিব।

- তিরমিজি শরিফের হাদিস।
https://sunnah.com/urn/731360

    Comments:
  • সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।

24-Jul-2020 7:37 pm

Published
24-Jul-2020