Post# 1595582139

24-Jul-2020 3:15 pm


ইংরেজি তারিখ থেকে কাছাকাছি হিজরি তারিখ সহজে - ২

এটা আগের পোষ্টের পরের ধাপ। একটু এক্সটেনশন সব বছরের জন্য।

এখন প্রতি বছরের নভেম্বরের ২৯ তারিখ হিজরি কত তারিখ ছিলো এটা কি করে মনে রাখবো?

সহজ উপায় মনে রাখা ২০০০ সালের জন্য ছিলো রমজানের ৩ তারিখ ১৪২১ হিজরি। হিজরি সালটা ভুলে গেলেও হবে। তারিখটা ইম্পর্টেন্ট।

"২০০০ সালের জন্য রমজানের ৩ তারিখ" -- এই উক্তিটা মনে রাখতে পারলেই হবে।

এর পর এ থেকে যে কোনো বছরের জন্য হিজরি তারিখের বেইস বের করার জন্য এর সাথে প্রতি বছরের জন্য ১১ দিন যোগ দিতে হবে।

সে হিসাবে : ২০১৯ সালের জন্য

বাড়বে = ১৯ বছর * ১১ দিন প্রতি বছরে = ২০৯ দিন = ৬ মাস ২৯ দিন = ১ দিন কম ৭ মাস।

তাই রমজানের ৩ তারিখের সাথে ৭ মাস যোগ করে ১ দিন কমালে,

= হিজরি ৪ নম্বর মাস রবি উস সানির ২ তারিখ

আগে যে তারিখ ধরেছিলাম তার সমান।

মোটামুটি এই।

24-Jul-2020 3:15 pm

Published
24-Jul-2020