Post# 1595552868

24-Jul-2020 7:07 am


ইংরেজি তারিখ থেকে কাছা কাছি হিজরি তারিখ বের করা

| নিয়ম

গত বছর ২৯ শে নভেম্বর হিজরি কত তারিখ ছিলো সেটা আগে মনে রাখা।

এর পর ইংরেজি তারিখ আর মাস দুটোই যোগ করেন হিজরি তারিখের সাথে হিজরি তারিখের জন্য।

ইংরেজি মাস যোগ করেন হিজরি মাসের সাথে, মাসের জন্য।

যোগ করার পরে মাস ১২ এর বেশি হলে carry করবে বছরে।
তারিখ ৩০ এর বেশি হলে carry করবে মাস।

| উদাহরন

গত বছর ২০১৯ সালের ২৯শে নভেম্বর ছিলো ২-৪-১৪৪১ হিজরি সৌদিতে। দেশে ছিলো ১ তারিখ।

আমরা জানতে চাই আজকে তারিখ ২৪-৭-২০২০ ইংরেজি কত হিজরি?

| হিজরি তারিখ :

ইংরেজি মাস + ইংরেজি তারিখ + হিজরি তারিখ
= ২৪+৭+ ২
= ৩৩
= ৩ তারিখ + ১ মাস অতিরিক্ত

তাই আজকে হিজরি তারিখ ৩

| হিজরি মাস :

ইংরেজি মাস + হিজরি মাস + উপরের অতিরিক্ত মাস
= ৪ + ৭ + ১
= ১২ মাস

মানে হিজরি জিলহজ্জ মাস।

| হিজরি বছর :

বছর ১৪৪১ হিজরি। এটা ১ বাড়তো যদি মাস যোগ করার পরে ১২ এর বেশি হতো। যেমন ১৩ হলে মাসকে ১ ধরে বছর এক বাড়িয়ে দিতাম।

তাই আজকে হিজরি ৩ জিলহজ্জ ১৪৪১

সত্যিকারে : সৌদিতে ৩ রা জিলহজ্জ। একই যেহেতু সৌদির তারিখ ধরে হিসাব আরম্ভ করেছিলাম। আর বাংলায় ২ রা জিলহজ্জ।

| সংক্ষেপে

২৪ - ৭ - ২০২০ ইংরেজি ২ - ৪ - ১৪৪১ হিজরি
___________________________
= [২+২৪+৭] - [৪+৭] - ১৪৪১ হিজরি

24-Jul-2020 7:07 am

Published
24-Jul-2020