Post# 1595482955

23-Jul-2020 11:42 am


TIL : মুখোশ উন্মোচন পর্বে এখন জানা গেলো মাও: আনাস মাদানী চরম প্রো-BNP, এন্টি-আওয়ামি।

ধরে নিতে পারি আইডলজিতে উনি উনার বাপের কিছুটা অনুসারি। মানে শফি সাহেবও প্রো-BNP. অথচ আমি ধারনা করেছিলাম উনারা প্রো-রাম-বাম। শফি হুজুরের "মানুষ বলে আমি আওয়ামি হয়ে গেছি। বললে আপত্তি নাই। আওয়ামি হয়ে গেলেও দোষ নেই..." এ এধরনের যে ওয়াজটা ভাইরাল হয়েছিলো কিছু বছর আগে।

বুঝলাম এই দ্বন্ধে পক্ষে বিপক্ষে দুই পক্ষই প্রো-বিএনপি। মানে বিএনপির ঘরোয়া দ্বন্ধ। তাই আমার এখানে পক্ষে বিপক্ষে গিয়ে লাভ নেই। দুই পক্ষই ভালো। বিএনপি বলে :-)

উল্লেখ্য মুফতি আমিনিও বিএনপির এমপি নির্বাচিত ছিলেন ২০০১ সালে। এটা তখন জানতাম না। কারন ইসলামি পলিটিক্সের বিন্দু মাত্র খবর রাখতাম না, কোনো ইন্টারেষ্টও ছিলো না। তখন ছিলো কেবল বিএনপি আর আওয়ামিলিগ। জানতাম সমস্ত ইসলামি দল বিএনপির পার্টনার আর সব রাম-বাম-নাস্তিক-কমুনিষ্টরা হলো আওয়ামি। পলিটিক্স তখন ঘুরতো কেবল বিএনপি আওয়ামি ঘিরে।

তাই মুফতি আমিনিকেও চিনতাম না। কেবল নাম শুনেছিলাম হয়তো। উনি যে এমপি সেটাও জানতাম না।

এখন জানি। ঐ সময় যারা আমার রাডারে কোনো হিসাবে আসতো না তারা এখন কেন্দ্রে।

সময়।

23-Jul-2020 11:42 am

Published
23-Jul-2020