Post# 1595460549

23-Jul-2020 5:29 am



আমাদের সময় স্কুলে পিটানির কালচার ছিলো। কোনো স্যার যদি ছাত্র পিটাতো তবে অন্যরা খুশি হতো না যে, "বাচলাম আমাকে তো আর মারছে না" "ঐ ছাত্র আমার শত্রু, আমি খুশি যে সে মার খাচ্ছে"।

বরং সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকতো।


সময়।

আল্লাহ তায়লা সবাইকে ধরছেন।

দলকে ধরছেন।
ব্যক্তিকে ধরছেন।
ভুল পা ফেললে ধরছেন।


কওমি মাদ্রাসার কেচো খুড়তে সাপ বেরিয়ে আসছে। যেমন করে তবলিগের দুই পক্ষ হবার পরে একে অন্যের সব "ফাস করে দেয়ার" মিশনে নেমেছিলো।

সময়। দেখতে থাকি।

আল্লাহ তায়ালা ধরছেন। বহু বছরের সঞ্চয়। যার যা আছে।

আমি ইয়া নফসি করছি।

23-Jul-2020 5:29 am

Published
23-Jul-2020