"পতনের ক্ষণ এলে হয়তো এমনই হয়"
শাপলায় পিষে দিয়ে আমাদের দর্প
আস্তিনে ঢুকে গেছে বিষধর সর্প।
রাজপথে ছিঁড়ে খেয়ে আমাদের গোশতো
'কাগজ' ধরিয়ে দিয়ে হয়ে গেছে দোস্তো!
চিল্লিয়ে লাভ নেই ডাল-পালা সকলে
আমাদের 'মূল' আছে জালিমের দখলে।
এক সূত্রেই গাঁথা বেফাক ও হেফাজত;
কারও কাছে দায়ভার, কারও কাছে গনিমত।
কওমি বাগানে ফুল ফোটাতেই যদি হয়;
'মূল' ঝেড়ে মুছে নাও, আগাছাই শুধু নয়।
'ওরা' তো আগায় নয়, গোড়াতেই ঢালে বিষ!
ওরা চায় কওমির কপালের গরদিশ!
হক কথা ইশারায় দেয় যদি বলে কেউ
'মুর্খরা' না বুঝেই শুরু করে ঘেউ ঘেউ।
এই সেই, হেন তেন দেয় নানা অপবাদ,
এ ভাবে কি জালিমের ঢেকে যাবে অপরাধ?
এক কোটি গালাগাল কবি গায়ে মাখে না ।
কবি কোন সত্যকে ধামাচাঁপা রাখে না ।
অবুঝের আগে পিছে আর কোন কথা নয় ।
পতনের ক্ষণ এলে হয়তো এমনই হয়!