Post# 1595238181

20-Jul-2020 3:43 pm


নামাজের সময় হিসাব পদ্ধতি - ৩

মধ্যদুপুরের সময় বের করা।

এটা দরকার কারন এর সাথে যোগ বিয়োগ দিয়ে বাকি সেহরি-ইফতার-উদয়-অস্তের সময় বের করা হয়।

আর ঠিক এই সময়টার দুই মিনিট পর থেকে জোহরের সময় আরম্ভ।

মনে হতে পারে ঠিক ১২ টায় মধ্যদুপুর জোহর হয়। কিন্তু আসলে সারা বছর বা সব জায়গায় এরকম হয় না।

প্রথম কারন আমাদের ঘড়ির সময় ধরা হয় 90 ডিগ্রি দ্রাঘিমার উপর সারা দেশে। কিন্তু ঢাকা ঠিক 90 ডিগ্রি longitude বা দ্রাঘিমাংশের উপর না। বরং 90.4 তে। এজন্য প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট করে দুপুর হতে দেরি হবে।

(90- 90.4 = -0.4) * 4 minutes = -2 minute

মানে 11:58 তে মধ্য দুপুর হবে।

এর সাথে আরেকটা সমস্যা আছে যে সূর্যও কিছু ডানে বামে যায় দুনিয়া ব্যপি সারা বছরে। একে বলে equation of time.

এটা সাধারনতঃ মানুষ একটা গ্রাফ বা চার্ট দিয়ে বের করে যেখানে লিখা থাকে জানুয়ারির ১ তারিখে মধ্যদুপুর হতে ২ মিনিট দেরি হবে। ২ তারিখে এত মিনিট এরকম। প্রতি বছরের জন্য এটা একই। আর সারা দুনিয়ার জন্য একই। তাই তারিখ ধরে একটা চার্ট থাকলে আর কখনো হিসাব করা লাগে না আমি দুনিয়ার যেখানেই থাকি।

চার্ট গ্রাফ না থাকলে এই ভাবে হিসাব করা যায় রাফ।

প্রথমে মার্চের ২০ তারিখ থেকে কত দিন গেলো আর ৩৬৫ দিনকে ৩৬০ ডিগ্রি ধরলে এটা কত ডিগ্রি হয়।

আজকে জুলাইয়ের ২০ তারিখের জন্য এটা

120 / 365 * 360 = 118 degree।

এখন এই 118 degree নিচের ফরমুলায় x এর জায়গায় বাসালেই মিনিট দেরি।

-10 * sin(2*x) + 7.5 * cos(x) + 1.5 * sin(x)
= 6 minutes.

এখন এই 6 মিনিট 11:58 এর সাথে যোগ করে পাই 12:04 এ মধ্য দুপুর।

সময় সূচিতে আমরা দেখতে পারি সত্যি 12:04 এ মধ্য দুপুর হিসাব করা হয়েছে।

এর পর সময় পেলে ইনশাল্লাহ আসরের সময় হিসাব পদ্ধতি।

20-Jul-2020 3:43 pm

Published
20-Jul-2020