Post# 1595172883

19-Jul-2020 9:34 pm


নামাজের সময় যেভাবে হিসাব করা হয় - ২ :

উদাহরন দিলাম।

বলেছিলাম এর ফরমুলা হলো :

ArcCos((Sin(altitude) - Sin(latitude) * Sin(declination)) / (Cos(latitude) * Cos(declination))) / 15 hours.

এবং সূর্য ২০ শে মার্চ পৃথিবীর মধ্যরেখা বরাবর থাকে। এর পর ৩৬৫ দিনে সাইনো সাইডাল মুভমেন্টের মতো 23.5 ডিগ্রি উপরে নিচে নামে।

এখন ধরেন আমরা হিসাব করতে চাচ্ছি ঢাকার সেহরির, আজকে ২০ শে জুলাইয়ের জন্য। ঢাকার latitude বা অক্ষাংশ বলেছিলাম 23.8 degree north. আর সেহরি আমরা এই উপমহাদেশে হিসাবে করি সূর্য দিগন্তের -18 degree নিচে।

তাই,
এখন উপরের ফরমুলায় :
altitude : -18 degree
latitude : 23.8 degree.
declination : 23.5 * Sin(0..360 degree তে কনভার্ট করতে হবে মার্চ ২০ তারিখ থেকে আমার তারিখ কত দূর 365 দিনের অনুপাতে)

ব্যসিক্যলি declination এর ফরমুলা হলো বেসিক sinusoidal wave এর ফরমুলা যেখানে 23.5 হলো amplitude আর ৩৬৫ দিন হলো এক সাইকেল।

তাতে declination দাড়ায় : 23.5 * Sin(120 দিন / 365 দিন * 360 ডিগ্রি)
= 20.7 degree.

১২০ দিন কেন? কারন মার্চ ২০ তারিখ থেকে জুলাই ২০ তারিখ = ৪ মাস = ১২০ দিন প্রায়।

এখন সবগুলো নম্বর ফরমুলায় ফেলি :

ArcCos((Sin(-18) - Sin(23.8) * Sin(20.7)) / (Cos(23.8) * Cos(20.7))) / 15 hours.

= 8.12 ঘন্টা মানে 8:07 মিনিট বিয়োগ করতে হবে মধ্য দুপুরের সাথে।

মধ্যদুপুরের সময় আমরা এখনো জানি না। তাই অন্য কারো হিসাব করা সময়সূচি দেখে জেনে নিলাম জুলাই এর ২০ তারিখ মধ্য দুপুর ঢাকায় হয় 12:05 মিনিটে।

তাই এর থেকে ৮ ঘন্টা ৭ মিনিট বাদ দেই।

12:05 - 8:07= 4:58 সকালে সুবহে সাদিক।

ঠিকই সময় সূচিতে ৪:৫৮ তেই সুবহে সাদিক আছে।
ইশার জন্য এই 8:07 মিনিট যোগ করতে হবে মধ্য দুপুরের সাথে। কারন ঈশার সময়ও সূর্য দিগন্তের ১৮ ডিগ্রী নিচে থাকে তবে উল্টো দিকে। তাতে হয়।

12:05 + 8:07= 8:12 তে ঈশা

ঠিকই সময়সূচিতে আছে ৮:১২ তে ঈশা।

একই ভাবে -18 degree বদলে -0.833 degree দিয়ে হিসাব করলে সূর্যোদয় আর সূর্যোস্তের সময় পাবেন।

এর পর ইনশাল্লাহ মধ্য দুপুরের আলোচনা।

হিসাবগুলোর স্ক্রিন শট কমেন্ট দেয়া হলো।

    Comments:
  • -

    -

19-Jul-2020 9:34 pm

Published
19-Jul-2020