Post# 1595140050

19-Jul-2020 12:27 pm


#কোরবানি

কোরবানীর হই-চইয়ে নামের লিষ্ট নিয়ে পেরশান না হই :

কোরবানীর সময় যাদের যাদের নামে কোরবানী হবে সেগুলো কাগজে লিখে জবাইকারি হুজুরের কাছে পেশ করার প্রয়োজন নেই। বা উনাকে দিয়ে লিষ্ট পড়ানোর দরকার নেই কোরবানীর আগে।

এমনকি কোনো কাগজে লিখারও দরকার নেই। হুজুর যদি বলে "নামের লিষ্ট দেন" তবে জবাব দিবেন "নামের লিষ্ট লিখা হয় নি। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিয়ে দিন। যার নামেই হোক।"

আমরা জানি কার টাকা দিয়ে কয় ভাগে কোরবানী হচ্ছে, সে মতো সোয়াব ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ।

উত্তম হলো কোরবানীর সময় নিজে পাশে থাকা। জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়া নিজে, যদিও নিজ হাতে জবাই করছি না। আর নিজে দোয়া করা "হে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনার জন্য কোরবানী, আপনি কবুল করেন।"

এই শেষ দোয়ার সময়েও নামের লিষ্ট নিয়ে বিচলিত হবার দরকার নেই। দোয়াটা আসল, নামের লিষ্ট আল্লাহ জানেন।

কমেন্টে এর উপর মাওঃ তাহমিদুল মাওলা সাহেবের সংক্ষিপ্ত কথা। আল্লাহ তায়ালা উনার ইলমে বরকত দান করুন।

    Comments:
  • https://www.facebook.com/risalatulislambd/videos/578670456177937/

19-Jul-2020 12:27 pm

Published
19-Jul-2020