Post# 1595115332

19-Jul-2020 5:35 am


#মৃত্যুর_পরে - ২


ইবনে আয়নিয়া বলেন আমার ভাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম

"আল্লাহ তোমার সাথে কি রকম ব্যবহার করেছে?"

বললেন, "যে গুনাহের জন্য আমি মাফ চেয়েছি সেই গুনাহ উনি মাফ করেছেন। আর যে গুনাহের জন্য মাফ চাই নি সেগুলো উনি মাফ করেন নি।"


হযরত জুবায়েদকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন,

"আল্লাহ আপনার সাথে কি রকম ব্যবহার করেছেন?"

বললেন, "উনি আমার উপর রহম করেছেন।"

"যে সম্পদ আপনি মক্কার পথে ব্যয় করেছিলেন তার জন্য রহম করেছে?"

"না। তার সোয়াব তো ঐ সম্পদের মালিক পেয়েছে। আমি কেবল নিয়তের কারনে সোয়াব পেয়েছি।"


আহমদ ইবনে হাওয়ারি বলেন : আমার স্ত্রী মারা যাবার পরে তাকে স্বপ্নে দেখলাম তার চেহারায় নূর চমকাচ্ছে। এত সৌন্দর্য আমি দেখি নি।"

জিজ্ঞাসা করলাম, "এই সৌন্দর্যের কারন কি?"

বললেন, "মনে আছে ঐ রাতে আপনি আল্লাহর জন্য কান্না করছিলেন?"

"হ্যা।"

"আমি আপনার চোখের পানি নিয়ে নিজের চেহারায় মেখেছিলাম। শুধু এই কারনে।"


জুনায়েদ বাগদাদিকে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন,

"আল্লাহ আপনার সাথে কি রকম ব্যবহার করেছে?"

বললেন, "আমার উপর রহম করেছেন। কিন্তু যে সকল উপদেশ বাণী আর রচনা আমি লিখে গিয়েছি সেগুলো ধ্বংশ হয়েছে। সেগুলোর জন্য আমি কোনো সোয়াব পাই নি। কেবল শেষ রাতে যে দুই রাকাত নামাজ পড়তাম তা কাজে লেগেছে।"

- কিমিয়ায়ে সাআদাত।

19-Jul-2020 5:35 am

Published
19-Jul-2020