#মৃত্যুর_পরে - ১
বিভিন্ন কিতাবে মৃত্যুর পরে বিভিন্ন লোকদের স্বপ্নে দেখে তার নিকটজনেরা জিজ্ঞাসা করেছে, তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে? তারা জবাব দিয়েছেন এই কাজের জন্য ধরা খেয়েছি। ঐ কাজের জন্য পার পেয়েছি এরকম।
এই রকম ঘটনা গুলো বিভিন্ন কিতাব থেকে কালেক্ট করে লিখছি নিজের শিক্ষার জন্য। এক বই ধরে সেটা শেষ হলে পরবর্তি বই এরকম ইনশাল্লাহ।
১
আবু বকর রাঃ এর মৃত্যুের পরে উনাকে স্বপ্নে দেখে একজন জিজ্ঞাসা করলেন "আপনি সব সময় বলতেন এই জিহ্বা আমার উপর বহু কাজের ভার চাপিয়ে দিয়েছে।"
উনি জবাব দিলেন : "হ্যা। এই জ্বিহ্বা দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি এর বিনিময়ে আল্লাহ তায়ালা আমার সামনে জান্নাত রেখে দিয়েছেন।"
২
ইউসুফ ইবনে হোসায়েন রাহি: কে একজন জিজ্ঞাসা করলেন :
"আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে?"
জবাব দিলেন, "আমার উপর দয়া করেছেন।"
"কোন আমলের জন্য?"
"আমি সত্যের সাথে কখনো হাসি তামাশা মিলাতাম না সে কারনে।"
৩
যাররা ইবনে আবু আওফাকে একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন
"কোন আমল আপনি সবচেয়ে উপকারি পেয়েছেন?"
বললেন, "আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা, আর আশা কম রাখা"
- কিমিয়ায়ে সাআদাত।
- Comments:
- ^ শেষ খন্ডের শেষ চ্যপ্টারে চলে যান। পাবেন ইনশাল্লাহ।