প্রশ্ন : "আপনি 'আমি করি' 'আমি করি' বলে নিজেকে জাহির করেন কেন?"
এটা কথা বলার একটা স্টাইল। যেটা আমাদের ছোটবেলায় শিখানো হয়েছিলো। উপদেশ দেবার সময় নিজের দিকে তাকিয়ে নিজেকে উপদেশ দেয়া। যদিও বলছি অন্যান্য মানুষদেরকে।
তাই "আপনারা সবাই করবেন" "আপনি করবেন" না বলে আমরা বলি "আমি করি" "আমরা করি"।
লিটারেলি এটা বুঝায় না যে "জানেন? আমি না এই এই আমল করি"।
আবার এও বুঝায় না যে "আমি কিন্তু এই আমল করি না"।
বরং বুঝায় যে উপদেশটা আমি আগে নিজেকে দিচ্ছি। নিজেকে করতে বলছি। কথাগুলো তাই নিজেকে উদ্যেশ্য করে বলছি। এর পর অন্য কেউ যদি এটা থেকে উপদেশ নেয়। কিন্তু এগুলো আপনার প্রতি আমার হুকুম না। আপনাকে সরাসরি উপদেশও না।
তাই "আমি করি" শব্দগুলো ব্যবহার করি।
"আপনি করবেন" এই শব্দগুলো ব্যবহার করার বদলে।
যদিও নতুন কেউ শুনলে ভুল বুঝতে পারে।
জাজাকাল্লাহ।