ফিকাহ গত মতপার্থক্য :
১
আমি নিজে ফতোয়া দেই না। বরং পুরানো ফতোয়ার জন্য পুরানো ফতোয়ার কিতাব অনুসরন করি। অধিক তর্কের বিষয়ের ক্ষেত্রে নিজে কোরআন হাদিস ঘেটে দেখি কি বলা আছে। নিজ মাজহাবের পক্ষে যদি শক্ত যুক্তি থাকে তবে সেটার উপরই স্থির থাকি। কিন্তু বিপরিতটাকেও ভুল বলি না।
এরকম হানাফি-দেওবন্দিদের ৭-৮ টা বিষয় নিয়ে নেট গরম হয়েছিলো গত ২০ বছরে। সবগুলোই কোনো এক সময় নিজে যাচাই করে দেখেছি সরাসরি কোরআন হাদিসে আসলে কি আছে। এর পর একটাতেও হানাফি-দেওবন্দিদের কথা "ভুল মনগড়া" এমন প্রমান পাই নি। তাই এখন আর কোনোটা যাচাই করি না।
এই তাহকিকের উপর পোষ্টগুলি সব আমার টাইমলাইনে আছে। কোনো না কোনো সময়ে দেয়া। কালেক্ট করা হয় নি। প্রতিটা পোষ্ট দেবার পরে "জানেন না" "বিভ্রান্ত করছেন" এরকম কিছু কমেন্ট পড়ে। কিন্তু পোষ্টগুলো আমি যে দিয়েছি তাই আলহামদুলিল্লাহ। তাই আছে।
২
এবং তার আগে হানাফি-সালাফি মতপার্থক্যগুলো নোট করেছিলাম।
প্রথম ২০ টা পোষ্ট ২ বছরে পোষ্ট করেছিলাম। সেগুলো এক সাথে করে একটা নোট আকারে সংক্ষিপ্তাকারে এখানে। কিছু বিস্তারিত আছে প্রতিটার আলাদা পোষ্টে যেগুলো কালেক্ট করা হয় নি।
https://www.facebook.com/notes/sanjir-habib/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%97%E0%A6%A4-%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9/10155668970119167/
পরবর্তি আরো ১০ টা পোষ্ট এখানে
https://www.facebook.com/habib.dhaka/posts/10156455090388176
সূত্র অধিকাংশই ৯০ দশকের শিক্ষা। মদিনা শরিফে সালাফি আলেমদের কাছে শুনা। হজ্জে গিয়ে ২০০০ সালের দিকে। আর islamqa এর ফতোয়া। প্লাস নেটে সালাফি ভাইরা যেটা হক বলে তখন প্রচার করতো।
এখন সব দলেই অনেক বিভাজন। অনেক কিছু ড্রিফ্ট করেছে। তাই আপনি সালাফি শিক্ষার বর্তমানে যা অনুসরন করেন হয়তো তার সাথে আমি যা লিখেছি তার মিল খুজে পাবেন না। কিন্তু সালাফিদের ভিন্ন কোনো গ্রুপের কথার সাথে মিলবে। ইতিহাসের অংশ হিসাবে থাকলো এর পরও।
ঐ সময়ে অনেক কঠিন ছিলো যখন আমি এগুলো নোট করেছিলাম। এখন সালাফি ভাইরাও অনেক মডারেট।
জাজাকাল্লাহ।