ভাবনা :
১
হাতে গুনা কিছু মাদ্রাসা এই বোর্ড সনদ স্বিকৃতিতে যোগ দেয় নি। প্রচন্ড চাপে থাকলেও। তারা এখন ফল পাচ্ছে।
২
সব পচে গেলে পুরোটা কলাপ্স করে। আংশিক পচা হলে, ভালো আর মন্দ আলাদা হয়ে যায় দুই দলে। মন্দ কলাপ্স করে, ভালো টিকে থাকে। তবলিগ দ্রষ্টব্য।
৩
তাকি উসমানি সাহেব আর পাকিস্তানের মাদ্রাসাগুলো যদি সামনের দশকে দেওবন্দিদের রাহাবা হয় তবে আমাকে জানতে হবে তাকি উথমানি সাহেবের মতের সাথে প্রচলিত দেওবন্দি শিক্ষার পার্থক্য কোন কোন জায়গায়। আগে যেরকম একটা চার্ট করেছিলাম সালাফি-হানাফি ফিকাহর পার্থক্যের মতো।
৪
দেশে আব্দুল মালেক সাহেব তাকি উথমানি সাহেবের ছাত্র ছিলেন। এর পর বুঝতে হবে আব্দুল মালেক সাহেব যা বলেন তার কতটুকু তাকি উথমানি সাহেবের শিক্ষা থেকে, আর কতটুকু নিজের বুঝ থেকে।
৫
আব্দুল মালেক সাহেবকে এক সময় দেখা হতো হানাফি-সালাফি ঐক্য করার কিছুটা ব্রিজের মতো। যেমন এর আগে ছিলেন ডঃ জাহাঙ্গির সাহেব। কিন্তু মেগনিচিউড কিছু কম হয়তো।
৬
কিন্তু আমার ধারনা ঐক্য হবে না। সবচেয়ে বড় বাধা আকিদার প্রথম শর্ত। আশারি-আথারি। যা দিয়ে এক দলের মতে অন্য দলের সবাই কাফের। কথাগুলো কেউ বলে কেউ চুপ থাকে। কিন্তু শিক্ষা এটাই।
৭
দেখতে থাকি। ভবিষ্যতের প্রজন্মের জন্য শিক্ষা।
আমি হয়তো থাকবো না।
যা আছে তাই নিয়ে যেতে হবে আল্লাহর কাছে।
- Comments:
- ^ হানাফি শিক্ষা হলো যত কম কথা বলবেন তত মুক্তি। তত বেশি সোয়াব চুপ থাকার জন্য।
- বাকিটা জেনে নিয়েন। বা যত দিন যাবে নিজে জানতে পারবেন। এর পর আপনার অন্তর এক দিকে ঝুকবে বা অন্য দিকে। জাজাকাল্লাহ।
- ^ আমি আর বেশি দিন বাচার আশা করছিনা। আখিরাতের চিন্তা এখন প্রায়োরিটি। জাজাকাল্লাহ। অন্য কেউ হয়তো বলবে।
- https://www.facebook.com/habib.dhaka/posts/10156455090388176