Post# 1594981599

17-Jul-2020 4:26 pm


কওমি বাগানে আর
ফুটবে না ফুল,
পানি ঢেলে লাভ নেই
পঁচে গেছে 'মূল'।

স্বীকৃতি ধুয়ে খাও!
জপ 'তার' নাম!
কালো আছি, ভালো আছি,
হইনি গোলাম।

-- মুহিব খানের কবিতা। নিচে পুরোটা।
_____________

আগে আমি বলতাম,
লাগতো না ভালো-
'কবি বেশি কথা কয়,
মনে তার কালো'!

ঠ্যলা খেয়ে, গুতো খেয়ে
কেটে গেছে ঘোর-
যার লাগি চুরি করি,
সেই বলে চোর!

স্বজনের গালি খেয়ে
হয়ে গেছি চুপ।
চুপি চুপি তাহাদের
দেখি বহুরূপ।

শাপলা ও পল্টন
আজ শুধু স্মৃতি,
ইসলামী শক্তির
মৃত রাজনীতি।

হেফাজতে 'নাজাসত'
বেফাকে 'নেফাক',
কিছুই ক'বো না আর
গোল্লায় যাক!

ঢাকা থেকে চাটগাঁও
সিনেমা কাহিনী;
পিঁপড়েরা চেটে খায়
মধু আর চিনি।

কওমি বাগানে আর
ফুটবে না ফুল,
পানি ঢেলে লাভ নেই
পঁচে গেছে 'মূল'।

স্বীকৃতি ধুয়ে খাও!
জপ 'তার' নাম!
কালো আছি, ভালো আছি,
হইনি গোলাম।

17-Jul-2020 4:26 pm

Published
17-Jul-2020