প্রশ্ন : "আমি দেশে/বিদেশে আরামে সুখে আছি। আল্লাহ তায়ালা রেখেছেন। কিন্তু আপনি যা শেয়ার করছেন তাতে মনে হচ্ছে কষ্টের মাঝে থেকে এবং ছেড়া জামা পড়ে ইবাদত না করলে আমার মুক্তি নেই।"
বুঝতে হবে যে এগুলো কোনো কিছুই আপনার জন্য ফরজ না। ওয়াজিবও না। অধিকাংশ সুন্নাহও না।
আপনাকে আল্লাহ তায়ালা যে অবস্থায় যেভাবে রেখেছেন তার উপর সন্তুষ্ট থেকে আল্লাহর উপর ঈমান রেখে ইসলামের মূল ভিতের ৫টার উপর আমল করতে থাকেন, ইনশাল্লাহ আখিরাতে আপনার মুক্তির আশা করতে পারেন।
এর বেশি যা আছে সেগুলো নিয়ে বিচলিত না হই। এগুলো অনেকটা pushing the border. আমাদের কাজ হলো তাদের কাহিনি থেকে শিক্ষা নেয়া। লিটারেলি ফলো করা না।
কেউ যদি আমার পোষ্ট দেখে বিভ্রান্ত হয়ে থাকেন।
মডারেট লাইফ। মধ্যপন্থা।
- আল্লাহ তায়ালা যে অবস্থায় রেখেছেন তার উপর সন্তুষ্ট থাকবো।
মৃত্যুর সময় একসময় চলে আসবে। নিজের গুনাহের জন্য ভয় আর আল্লাহর উপর রহমতের আশা রেখে দুনিয়া থেকে গিয়ে আল্লাহর সাথে দেখা করবো।
আল্লাহ তায়ালা এর আগে আমাদেরকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করুন।