Post# 1594913692

16-Jul-2020 9:34 pm


নিজেকে গোপন করা :

ইবনে করবনী নামে এক বুজুর্গ বলেন :

আমি এক মহল্লায় বাস করতাম। কিছু দিনের মাঝে এলাকায় বুজুর্গ হিসাবে বিখ্যাত হয়ে গেলাম। তাতে মন অশান্ত হয়ে উঠলো।

এক দিন হাম্মাম খানায় গেলাম। সেখান থেকে ইচ্ছা করে আরেক জনের রাখা দামি পোশাক নিয়ে আসলাম। এর পর সেটা পড়ে রাস্তায় বের হলাম।

কিছুক্ষনের মাঝে ধরা খেলাম। মানুষ দামি কাপড়টা কেড়ে নিলো। আমাকে প্রচন্ড মার দিলো। আমি এলাকায় "হাম্মাম চোর" নামে বিখ্যাত হয়ে গেলাম।

ফলে মনে যে অশান্তি ছিলো বুজুর্গ হিসাবে পরিচিত হবার কারনে। সেটা চলে গিয়ে আবার শান্তি ফিরে আসে।

- এহইয়া উলুমুদ্দিন। অন্যান্য কিতাবেও আছে বর্ননাটা। স্ক্রিনশট কমেন্টে।

    Comments:

16-Jul-2020 9:34 pm

Published
16-Jul-2020