তাওয়াক্কুলের উপর আলোচনায় কিতাবগুলোতে ওলি আউলিয়াদের রিজিকের ব্যপারে তাওয়াক্কুলের যে ঘটনাগুলো বর্নিত থাকে এগুলো কেবল একা একা থাকা ব্যক্তির জন্য। পরিবার সন্তান নিয়ে যারা আছে তাদের জন্য না।
বরং সন্তান-পরিবার-পিতামাতা নিয়ে যারা থাকে তাদের তাওয়াক্কুলের স্তর থাকেবে চাকরি ব্যবসা করে রিজিকের অনুসন্ধান। আর "তিন দিনের বেশি খাবার জমা রাখবে না" এর বদলে সে পরিবারের এক বছরের খাবারও জমা রাখতে পারে।
নিচে এহইয়া উলুম উদ্দিনে এ সংক্রান্ত স্ক্রিন শট।
ইবাদতে নিজেকে পূর্ন সময় দিয়ে দেয়া তার জন্য প্রযোজ্য যার পিতা নেই। বা মাতা তার মতো চলে। নয়তো যার পিতা-মাতা আছে তাদের জন্য বেশি সোয়াবের তাদের সন্তষ্ট রাখার জন্য পরিশ্রম করতে থাকা।
নিচে "ছাপোষা" মানে যাদের সন্তান আছে এবং তাদের প্রতিপালন সে করে। "ছা" সন্তান। "পোষা" প্রতিপালন।