Post# 1594765386

15-Jul-2020 4:23 am


দ্বিনের উপর চলার জন্য সমাজে দুই রকম স্রোত কাজ করে :


মানুষকে আক্রমন করে, লজ্জা দিয়ে, অন্যের দোষ ধরে। যেখানে একজন অন্যজনকে বলছে "তুই ঠিক না, তুই তো <কিছু একটা> করস না"। সেও পাল্টা আরেটা বলছে।

একারনে মানুষ নিজে দ্বিনের উপর চলার চেষ্টা করে কারন নয়তো সে আরেকজনকে আক্রমন করতে পারবে না দ্বিনের উপর না চলার জন্য।


একে অপরকে উৎসাহ দিয়ে। একটা পজিটিভ এনভাইরনমেন্ট। একজন অন্যজনকে উপদেশ দিচ্ছে, সোশিয়েলাইজ হচ্ছে, সেভাবে চলছে। যে যতটুকু পারে করছে।


দেশে দুটোই আছে। একটা সার্কেল বা দলের ভেতরে নিজেদের মাঝে উৎসাহ, উদ্দিপনা, উপদেশ দিয়ে একে অন্যকে দ্বিনের উপর চলার ব্যপারে উৎসাহিত রাখে।

দলের বাইরে হলে সবাই একে অন্যকে আক্রমন করে দ্বিনের উপর চালানোর চেষ্টা করে।

সমাজের অধিকাংশ মানুষকে পাবেন আপনার দলের বাইরে।

15-Jul-2020 4:23 am

Published
15-Jul-2020